শ্রীলঙ্কা উপকূলে মালবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড
শ্রীলংকার
উপকূলে মালবাহী একটি জাহাজে আগুন লেগেছে। দেশটির নৌবাহিনী বুধবার আগুন
নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বড় ধরনের একটি চালান নিয়ে পানামার
নিবন্ধনকৃত এমএসসি ড্যানিয়েলা জাহাজটি সিঙ্গাপুর থেকে মিসর যাচ্ছিল।
নৌবাহিনী জানায়, শ্রীলঙ্কা উপকূলের প্রায় ১২০ ন্যটিক্যাল মাইল দূর থেকে
মঙ্গলবার জাহাজটি তাদের কাছে একটি বিপদ বার্তা পাঠায়। জাহাজটিতে ১৪ হাজার
কন্টেইনার রয়েছে।
বার্তাটি পেয়েই শ্রীলংকান নৌবাহিনী অগ্নিনির্বাপক
বিশেষায়িত জাহাজ পাঠায়। জাহাজটির নেতৃত্বে ছোট কয়েকটি জাহাজও রয়েছে।
নৌবাহিনীর মুখপাত্র চামিন্দা ওয়ালাকুলুগে বার্তা সংস্থা এএফপি’কে বলেন,
‘জাহাজের ২২ ক্রুর কেউই প্রাণ হারায়নি।’ তিনি আরো বলেন, ‘ভারতীয়
কোস্টগার্ডের একটি জাহাজও এই উদ্ধার অভিযানে অংশ নেয়।’ অগ্নিকাণ্ডের কারণ
সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানিয়েছেন চামিন্দা। জাহাজটিকে কলম্বো
বন্দরের উত্তর দিকে নিয়ে আসা হচ্ছে।
No comments