কোরীয় উপদ্বীপে বোমা হামলার মহড়া যুক্তরাষ্ট্রের
কোরীয়
উপদ্বীপে বোমা হামলার মহড়া চালিয়েছে মার্কিন বিমান বহর। আকাশ থেকে ভূমির
লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট বোমা হামলার মহড়া চালানো হয়েছে। মহড়ায় মার্কিন
এফ-৩৫বি স্টিলথ বিমান বহর অংশ নিয়েছিল বলে শনিবার জানিয়েছেন আমেরিকার
সামরিক কর্মকর্তারা। সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এ মহড়া চালানো হলেও এ
সম্পর্কে আগে কোনো ঘোষণা দেয়া হয় নি। জাপানের মার্কিন ঘাঁটির বিমান বহর
এতে অংশ নিয়েছে। ওয়াশিংটন এবং সিউলের যৌথভাবে তৈরি করা কোরিয় মেরিন বিনিময়
কর্মসূচির আওতায় এটি অনুষ্ঠিত হয়।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পূর্ব
দিকের গাংওন প্রদেশের পার্বত্য এলাকায় এ মহড়া চালানো হয়েছে। মহড়া শেষে
বিমান বহর জাপানে ফিরে গেছে। কৌশলগত বোমারু বিমান হিসেবে পরিচিত এফ-৩৫বি
যুদ্ধবিমান। এবারই প্রথম কোরিয় উপদ্বীপে মহড়া চালাল এ বিমান বহর। শব্দের
চেয়ে ১.৬ গুণ বা ঘণ্টায় ১৯০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এফ-৩৫বি । সিউল
এবং পিয়ংইয়ংয়ের মধ্যে যখন উত্তেজনা ক্রমেই বাড়ছে তখন এ মহড়া চালানো হলো।
সূত্র : ওয়েবসাইট
সূত্র : ওয়েবসাইট
No comments