জঙ্গি সন্দেহে ২ ছেলেকে পুলিশে দিলেন বাবা
জঙ্গি
সন্দেহে দুই ছেলেকে পুলিশে দিয়েছেন এক বাবা। শনিবার সন্ধ্যায় রাজধানীর
কাফরুল থানায় গিয়ে সন্তানদের পুলিশে দেন আলমগীর হোসেন। এ সময় ঢাকা-১৫ আসনের
এমপি কামাল আহম্মেদ মজুমদার উপস্থিত ছিলেন। সন্দেহভাজন জঙ্গিরা হল- দ্বীন
ইসলাম ওরফে দিনু ও সালমান সাজীদ। কাফরুল থানা পুলিশ জানায়, ধর্মীয় শিক্ষায়
শিক্ষিত করতে দু’সন্তানকে মাদ্রাসায় দেয় পরিবার। পড়াশোনা করতেন রাজধানীর
বাইরের একটি কওমি মাদ্রাসায়। সম্প্রতি তাদের আচার-আচরণে পরিবর্তন দেখতে পায়
বাবা। তাদের সন্দেহ জাগে।
পরে খোঁজখবর নিয়ে পরিবার জঙ্গি সম্পৃক্ত থাকায়
তাদের থানায় সোপর্দ করে। পুলিশ আরও জানায়, জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের
সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তারা বেশ কিছু দিন ধরে আইনশৃংখলা বাহিনীর
নজরদারিতে ছিল। ডিএমপি মিডিয়া সেন্টারের ডিসি মাসুদুর রহমান যুগান্তরকে
জানান, জঙ্গি সম্পৃক্ততা সন্দেহে দু’সন্তানকে পুলিশে দিয়েছে এক বাবা। তাদের
জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
No comments