মিরাজে মুগ্ধ তামিম
নিজে
সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন। কিন্তু ম্যাচ শেষে সব কিছুর বাইরে মেহেদী
হাসান মিরাজের কথা আলাদা করেই বললেন তামিম ইকবাল। জানালেন তার কাছে মনেই
হয়নি মিরাজ এদিনই প্রথম ওয়ানডে খেলতে নেমেছে। তামিম বলেন, 'ওর অভিষেকটা
দারুণ হয়েছে। আমার একবারও মনে হয়নি যে, প্রথম ওয়ানডেতে খেলছে। আমার কাছে
মনে হয়েছে, সে খুবই আত্মবিশ্বাসী একটা ছেলে।
আশা করি, ও এখান থেকে কেবল
সামনের দিকেই এগিয়ে যাবে’। অভিষেক টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ৯
উইকেট শিকার করে বিশ্বক্রিকেটে নিজের আগমন বার্তা জানান দিয়েছিলেন মিরাজ।
এবার ওয়ানডেতেও চেনালেন নিজেকে। ১০ ওভার বল করে ৪৩ রান দিয়ে কুশল মেন্ডিস
এবং দীনেশ চান্দিমালের গুরুত্বপূর্ণ উইকেট দুটি শিকার করেছেন। ব্যাট হাতে
অবশ্য নামার সুযোগ হয়নি। তাতে কি? তার শরীরী ভাষা দেখে যে কারো মনে হয়েছে,
ওয়ানডে ক্রিকেট সে যেন তার কতদিনের চেনা! অভিষেকসুলভ জড়তার কোন লক্ষণই ছিলো
না তার মধ্যে। এবার এগিয়ে যাওয়ার পালা।
No comments