ব্রেক্সিট ভুলে উঠে দাঁড়াতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন
৬০
বছর পূর্তিতে নতুন করে একসাথে চলার শপথ নিল ইউরোপিয় ইউনিয়ন(ইইউ)। রোমে
১৯৫৭ সালের ২৫ মার্চ ঠিক যেভাবে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সদস্য
রাষ্ট্রগুলো, ব্রিটেন বাদে বাকি ২৭ সদস্য দেশ সেভাবেই সই করল নতুন
সিদ্ধান্ত পত্রে। ব্রিটেনের সঙ্গ ছাড়ার দুঃখ ভুলতে তাই এখন দ্বিতীয়
বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের কথা মনে করাচ্ছেন রাষ্ট্রনায়করা। লন্ডন আর
প্যারিস হামলার স্মৃতি এখনো টাটকা। অনুষ্ঠানের জন্য তাই নিরাপত্তার চাদরে
মুড়ে ফেলা হয় রোম শহর। সেনার টহলদারি, ড্রোনের কড়া নজরদারির ভিতরেও তাড়া
করেছে নাশকতার আশঙ্কা। ঝুলছে শরণার্থী সমস্যা থেকে শুরু করে সন্ত্রাসবাদ বা
ধুঁকতে থাকা অর্থনীতির বিষয়গুলো। ইইউয়ের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক তাই
শুরুতেই মনে করিয়ে দিলেন, ৬০ বছর আগে যেভাবে ইউরোপের দেশগুলি বিশ্বযুদ্ধের
প্রভাব সরিয়ে উঠে দাঁড়িয়েছিল, এবারো তেমন ভাবেই দাঁড়াতে হবে।
সংগঠন শুরু
হয়েছিল ৬ দেশকে নিয়ে। এখন সেই সদস্য সংখ্যা ২৭। ব্রিটেন সঙ্গ ত্যাগ করার
পরেও যে ইউনিয়নের ঘর ভরাই আছে, সেটা মনে করিয়ে দিলেন ইতালির প্রেসিডেন্ট
পাওলো জেন্টিলোনি। তিনি বললেন, এখনও সংগঠনের ঘর ভরাই আছে। ইইউ-এর প্রথম
পুরুষরা যেভাবে শুরুটা করেছিলেন, এখন সবাইকে সেকথাই মনে রাখতে হবে। ফরাসি
প্রেসিডন্টে ফ্রাঁসোয়া ওলান্দে বললেন, ঐক্যবদ্ধ ও শক্তিশালী ইউনিয়নের কথা।
একই সুর ছিল জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের গলায়। ৬০ বছর
পূর্তি অনুষ্ঠানে বার্তা পাঠিয়ে সুর পালটেছেন আমেরিকার প্রেসিডন্ট ডোনাল্ড
ট্রাম্পও। শরণার্থী সমস্যা নিয়ে ইউরোপীয় ইউনিয়নকে একাধিক বার সমালোচনা
করলেও, এবারে শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প। ঐক্যবদ্ধ ও শক্তিশালী ইউনিয়ন
গড়ার কথা বলেছেন তিনি।
No comments