ক্যানসার আক্রান্ত শিশুকে ৮ শিক্ষকের ধর্ষণ
ভারতের
রাজস্থান রাজ্যে ব্লাড ক্যানসারে আক্রান্ত ১৩ বছরের এক শিশুকে তারই
স্কুলের আট শিক্ষক এক বছর ধরে পালাক্রমে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ
ঘটনায় শিশুটির বাবা শনিবার এফআইআর দায়ের করেছেন। খবর এনডিটিভির। প্রতিবেদনে
বলা হয়, ২০১৫ সালে রাজ্যের নোখা শহরের একটি বেসরকারি স্কুলের ছাত্রী ছিলেন
ওই শিশু। তখন স্কুল শেষে অতিরিক্ত ক্লাসের নামে ওই ছাত্রীকে আটকে রাখা
হতো। পরে স্কুলের আট শিক্ষক পালাক্রমে ধর্ষণ করে ওই শিশুকে।
শুধু তাই নয়,
ধর্ষণের দৃশ্য মোবাইলেও ধারণ করা হয়। একইসঙ্গে পুরো পরিবারকে ব্লাকমেইলও
করা হয়। এই ঘটনা কাউকে না জানানোর হুমকিও দেন ওই শিক্ষকরা। এক বছর ধরে চলে
ওই শিশুর ওপর পাশবিক নির্যাতন। ওই শিশুর বাবার অভিযোগ, দেড় বছর আগে ব্লাড
ক্যানসারে আক্রান্ত হয় ওই শিশু। ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে
শিক্ষকরা তার গর্ভধারণ বন্ধের জন্য ওষুধ দিয়েছিল। থানা ও হাসপাতালে না
যাওয়ার জন্য তাদের এতদিন হুমকি দেয়া হয়েছে বলেও এফআইআরে উল্লেখ করেছেন
নির্যাতিত শিশুর বাবা। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে বলে প্রতিবেদনে
জানানো হয়।
No comments