পানি টানছেন কোহলি!
ইনজুরির
কারণে ধর্মশালা টেস্টে মাঠের বাইরে ভারতীয় অধিনায়ক ও দলের সবচেয়ে বড় ভরসা
ভিরাট কোহলি । তাকে হারিয়ে ভক্ত সমর্থকদেরও ছিলো হতাশা। তবে টেস্টের প্রথম
দিনে গতকাল হঠাৎ করেই মাঠে দেখা গেছে কোহলিকে। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময়
বিরতির ফাকে ফিল্ডারদের জন্য পানির বোতল হাতে বিরাটকে মাঠে ঢুকতে দেখে
চিৎকার করে ওঠে পুরো গ্যালারি।
ডেসিংরুমের পোশাক পরা কোহলি দুই হাতে দুটি
পানীয়ের বোতল নিয়ে মাঠে আসেন। তাকে ঘিরে জটলা হয় খেলোয়াড়দের। এসময়
খেলোয়াড়দের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলতেও দেখা গেছে তাকে। ক্রিকেট মাঠে
অধিনায়কদের পানি টানার ঘটনা বিরল। তবে ধারণা করা হচ্ছে হচ্ছে, পানি
খাওয়ানোর অজুহাতে ফিল্ডারদের গুরুত্বপূর্ণ কোন দিক নির্দেশনা দিতেই মাঠে
এসেছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট দলের টুইটার একাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ
করা হয়েছে। এনডিটিভি
No comments