৪০ পুলিশের শিরচ্ছেদ করল কঙ্গোর বিদ্রোহীরা
৪০
পুলিশ সদস্যর শিরচ্ছেদ করেছে আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর
বিদ্রোহীরা। গত শুক্রবার মধ্যাঞ্চলীয় কাসাই প্রদেশে পুলিশের বহরের ওপর
হামলা চালিয়ে এ ঘটনা ঘটায় স্থানীয় কামউইনা নাসাপু গোষ্ঠীর বিদ্রোহীরা।
কাসাই প্রদেশের অ্যাসেম্বলি প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস কালাম্বা জানান,
পুলিশের বহরটি শিকাপা শহর থেকে কানাগা শহরে যাচ্ছিল। পথিমধ্যে বিদ্রোহীদের
অতর্কিত হামলার শিকার হন পুলিশ সদস্যরা।
এসময় স্থানীয় ‘শিলুবা ভাষায়’ কথা
বলতে পারার কারণে ৬ জন পুলিশ সদস্যকে ছেড়ে দেয় বিদ্রোহীরা। পরে তারা
নিরাপদে ফিরে আসতে সক্ষম হন। বাকি ৪০ জনকে হত্যা করা হয়। গত আগস্টে
প্রদেশটিতে পুলিশের অভিযানের মুখে নিহত হন বিদ্রোহী গোষ্ঠী কামউইনা নাসাপুর
শীর্ষ নেতা জেন-পিয়েরে পান্দি। এর পর থেকে পুরো প্রদেমের আইনশৃঙ্খলা
পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। বিদ্রোহী নেতা নিহত হওয়ার পর থেকে এ প্রদেশে
এখন পর্যন্ত প্রায় ৪ শতাধিক মানুষ খুন হয়েছেন। বিবিসি
No comments