বগুড়ায় নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা
বগুড়ার
দুপচাঁচিয়া উপজেলার পৌর এলাকায় নিউমার্কেটের নৈশপ্রহরী মোজাহার আলীকে (৫৫)
গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ
ঘটনাস্থল থেকে গ্যাসের একটি সিলিন্ডার, তালা কাটার যন্ত্র ও ছুরি উদ্ধার
করেছে। সেখানকার একটি দোকান থেকে স্বর্ণালংকার ও রুপার তৈরি গয়না লুট করে
নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর ভাষ্য, রাতে নিউমার্কেটে
ঢোকার চারটি প্রধান ফটকে তালা দিয়ে নৈশপ্রহরী পাহারা দিতেন। মার্কেটের
তিনতলায় মালিক শামসুদ্দিন আহম্মেদ পরিবার নিয়ে থাকতেন। ভোরে মার্কেটের
মালিক শামসুদ্দিন নামাজের জন্য নিচতলায় এসে নৈশপ্রহরীর রক্তমাখা লাশ দেখে
চিৎকার করে ওঠেন। এ সময় স্থানীয় লোকজন জড়ো হয়। পুলিশ ও এলাকাবাসীর ধারণা,
দুর্বৃত্তরা নৈশপ্রহরী মোজাহার আলীকে হত্যার পর নিচতলায় মেসার্স মাকসুমা
জুয়েলার্সের দোকানের গয়না লুট করে পালিয়ে যায়।
No comments