লাস ভেগাস স্ট্রিপে বন্দুক হামলায় নিহত ১
যুক্তরাষ্ট্রের
লাস ভেগাস স্ট্রিপের ব্যস্ত এলাকার একটি বাসে বন্দুক হামলায় শনিবার একজন
নিহত হয়েছে। পরে এই ঘটনায় একজন সন্দেহভাজন কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ
করেছে। হামলার পর পুলিশ সাউথ লাস ভেগাস বোলিভার্ডের একটি অংশ কয়েক ঘন্টার
জন্য বন্ধ রাখে।
পুলিশের মুখপাত্র ল্যারি হাডফিল্ড এর আগে সাংবাদিকদের বাসে
বন্দুক হামলার ঘটনাটি অবহিত করেন। হাডফিল্ডের উদ্ধৃতি দিয়ে ইউএসএ টুডে
জানিয়েছে, ‘আমরা একটি বন্দুক হামলার ঘটনায় দু'জন আহত হওয়ার খবর পাই। তাদের
দু’জনকেই ট্রমা সেন্টারে পাঠানো হলে একজন মারা যায়।’ সন্দেহভাজন লোকটির বয়স
৫০ এর কোঠায় বলে ধারণা করা হচ্ছে। তিনি ডাবলডেকার বাসটির দ্বিতীয় তলায়
ছিলেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পৃক্ততা নেই।
No comments