ইসরাইলে মিসাইল হামলার হুমকি সিরিয়ার
বিমান
হামলার পালটা জবাব দিতে ইসরাইলে মিসাইল হামলা করা হবে। এমনই হুঁশিয়ারি দিল
সিরিয়া সরকার। সিরিয়াতে এভাবে তেল আবিব যদি বিমান হামলা করতে থাকে, তাহলে
সিরিয়াও উপযুক্ত জবাব দিতে মিসাইল হামলা করবে। ইসরাইলের হাইফা বন্দর ও
পেট্রকেমিকেল কারাখানাতে মিসাইল হামলা করার হুঁশিয়ারি দেয় সিরিয়া।
এবং এই
হামলা চালানোর আগে সিরিয়া যে ইসরাইল এই ব্যাপারে কিছু ঘোষণা করা হবে না
বলেও জানায় সিরিয়া। ইসরাইলের একের পর বিমান হামলার ফলে সিরিয়ার পরিস্থিতি
খুবই খারাপ। তাই সীমান্তে নজরদারি আরো কড়া হবে বলে জানান প্রেসিডেন্ট বাশার
আল আসাদ। একই সঙ্গে তিনি জানান যে ইসরাইল না থামলে মিসাইল হামলা করা হবে।
No comments