সিলেটে নিহতের সংখ্যা বেড়ে ৬
সিলেটে
উগ্রবাদবিরোধী অভিযান স্থলের কাছে বোমা বিস্ফোরণে আরো এক পুলিশ
কর্মকর্তাসহ নতুন করে আহত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা হলেন
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম এবং ছাত্রলীগের
দক্ষিণ সুরমা উপজেলা শাখার উপ-পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাতুল ফাহিম। বোমা
বিস্ফোরণে আহত হয়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রাত আড়াইটায়
জালালাবাদ থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা বিবিসিকে জানান,
মনিরুল ইসলাম রাত ১টা ৫০ মিনিটে ওসমানী মেডিকেলে মারা গেছেন। সিলেট মহানগর
পুলিশের কন্ট্রোল রুম থেকে রাত আড়াইটায় জানানো হয়েছে মনিরুল ইসলাম ও
জান্নাতুল ফাহিমসহ এ পর্যন্ত মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এর আগে সন্ধ্যায় ও
রাতে দু'দফা বিস্ফোরণে একজন পুলিশ কর্মকর্তাসহ চারজনের মৃত্যুর খবর
নিশ্চিত করেছিলেন সিলেট মহানগর পুলিশের মুখপাত্র জেদান আল মুসা। তারা হলেন
পুলিশ কর্মকর্তা চৌধুরী আবু ফয়সাল, শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম অপু ও
ব্যবসায়ী শহীদুল ইসলাম। নিহত চতুর্থ ব্যক্তির নাম রেজাউল করিম বলে
জানিয়েছেন জেদান আল মুসা। এর আগে বোমা বিস্ফোরনের ঘটনার পর বহু আহত
মানুষকে হাসপাতালে নেয়া হয়েছে। গুরুতর আহত র্যাবের দুজন কর্মকর্তাকে
ঢাকায় আনা হয়েছে। সূত্র : বিবিসি
No comments