যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে পারবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র
কানাডার
উত্তর-পশ্চিমে অবস্থিত মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায় উত্তর কোরিয়ার
ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছেন এক মার্কিন সেনা
কমান্ডার। তিনি ওই অঙ্গরাজ্যের সামরিক বাজেট বাড়ানোরও আহ্বান জানিয়েছেন।
মার্কিন কংগ্রেসের সশস্ত্রবাহিনী বিষয়ক যৌথ কমিটিতে দেয়া বক্তব্যে লে.
জেনারেল কেনেথ এস. উইলসবাচ আইন প্রণেতাদের বলেন, আলাস্কায় মোতায়েন সেনা
কর্মকর্তারা উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতায় উদ্বেগ
প্রকাশ করেছেন। তিনি আরো বলেন, “উত্তর কোরিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ড ও
হুমকি একজন সেনা কমান্ডার হিসেবে আমাকে এ কারণে উদ্বিগ্ন করে তুলেছে যে,
হুমকির মাত্রা প্রতিদিনই বাড়ছে।”
জেনারেল উইলসবাচ বলেন, “আলাস্কার কৌশলগত
গুরুত্বের কারণে আমরা এই অঙ্গরাজ্য রক্ষা করছি। তবে সেখানকার স্থাপনাগুলোতে
হামলা চালাতে পারে উত্তর কোরিয়া।” আলাস্কা প্রদেশকে উত্তর কোরিয়ার মতো
দেশগুলোর পক্ষ থেকে সম্ভাব্য পরমাণু হামলার মোকাবিলায় নিজেকে রক্ষার শেষ
প্রতিরক্ষা লাইন হিসেবে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র : ওয়েবসাইট
No comments