প্রথম সেশনটা ভারতেরই
ধর্মশালা
টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা ভালোই কেটেছে ভারতের। প্রথম ইনিংসে
অস্ট্রেলিয়ার করা ৩০০ রানের জবাবে আজ এক উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছে
আজিঙ্কা রাহনের দল। দলীয় ২১ রানে মুরালি বিজয় আউট হলেও লোকেশ রাহুল ও
চেতেশ্বর পুজারা বাকি সময়টা ভালোই কাটিয়েছেন।
রাহুল ৩১ ও পুজারা ২২ রানে
অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন পেসার জশ
হ্যাজেলউড। চার ম্যাচ সিরিজে ১-১ সমতা চলছে। এই ম্যাচ যারা জিতবে সিরিজ হবে
তাদেরই। একটি টেস্ট ড্র হয়েছে।
No comments