আগের বাংলাদেশ আর নেই : চান্দিমাল
বাংলাদেশের
বিরুদ্ধে হারের কারণে দেশে বিদেশে শ্রীলংকা দলের সমালোচনা চলছে। কিন্তু
দলটির নির্ভরযোগ্য ব্যাটসম্যান মনে করেন তারা নিজেদের চেয়ে অপেক্ষাকৃত ভালো
দলের কাছেই হেরেছেন তারা। নিজেদের দুর্বলতা থাকলেও বাংলাদেশ যে আর আগের মত
নেই সেটি তিনি মনে করিয়ে দেন সংবাদ সম্মেলনে।
চান্দিমাল বলেন, ‘যখন আমি
তাদের বিরুদ্ধে প্রথম খেলেছিলাম, সহজেই তাদের হারিয়েছি। কিন্তু আপনি যদি
এখনকার বাংলাদেশেকে দেখেন, তাদের সাত আটজন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট
খেলছে অনেকদিন। এই দলটি অনেকদিন ধরেই একসাথে খেলছে, তারা খুবই অভিজ্ঞ’।
চান্দিমালা বলেন, অতীতের চেয়ে অনেক উন্নতি করেছে বাংলাদেশ।
No comments