স্পেনে অভিবাসীর মৃত্যুকে কেন্দ্র করে দাঙ্গা
স্পেনের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় নগরীতে শুক্রবার এক আফ্রিকান অভিবাসীর মৃত্যুকে কেন্দ্র করে দাঙ্গা শুরু হয়েছে। গিনি-বিসাউ থেকে আগত ওই ব্যক্তিকে ছুরি মেরে হত্যা করা হয়। স্থানীয় কর্মকর্তারা একথা জানান।
আলমেরিয়া প্রদেশের রোকিতাস ডেল মার নগরীর কাউন্সিলর মানোলো গ্রাসিয়া জানান, ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যা করায় নগরীতে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভটি পরে কোরতিজোস ডি ম্যারিন এলাকায় সহিংসতায় রূপ নেয়। এই এলাকায় শ্রমিক শ্রেণীর লোক বাস করে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
তিনি রেডিও নিউজ ক্যাডেনা সেরকে বলেন, ‘রাস্তার ডাস্টবিন ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং জানালার কাঁচ ভাঙ্গচুর করা হয়েছে।’
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার ভোরে পুলিশ রোকুয়েতাস ডের মারের রাস্তায় ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে।
সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিবাদের জের ধরে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
আলমেরিয়ায় জাতীয় সরকারের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি অ্যাড্রেস গার্সিয়া লোপেজ ক্যাডেনা সেরকে জানান, বিক্ষোভে প্রায় ৩০ থেকে ৪০ জন অংশ নেয়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ‘এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
আলমেরিয়া প্রদেশের রোকিতাস ডেল মার নগরীর কাউন্সিলর মানোলো গ্রাসিয়া জানান, ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যা করায় নগরীতে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভটি পরে কোরতিজোস ডি ম্যারিন এলাকায় সহিংসতায় রূপ নেয়। এই এলাকায় শ্রমিক শ্রেণীর লোক বাস করে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
তিনি রেডিও নিউজ ক্যাডেনা সেরকে বলেন, ‘রাস্তার ডাস্টবিন ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং জানালার কাঁচ ভাঙ্গচুর করা হয়েছে।’
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার ভোরে পুলিশ রোকুয়েতাস ডের মারের রাস্তায় ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে।
সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিবাদের জের ধরে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
আলমেরিয়ায় জাতীয় সরকারের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি অ্যাড্রেস গার্সিয়া লোপেজ ক্যাডেনা সেরকে জানান, বিক্ষোভে প্রায় ৩০ থেকে ৪০ জন অংশ নেয়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ‘এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
No comments