সিরিয়ায় নিষিদ্ধ মাস্টার্ড গ্যাস ব্যবহার করছে আইএস
সিরিয়ায়
লড়াইরত চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেট প্রতিপক্ষের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত
মাস্টার্ড গ্যাস ব্যবহার করছে। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা
ওপিসিডব্লিউ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনের বরাত দিয়ে
বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এ তথ্য জানিয়েছে। ওপিসিডব্লিউ ২৯ অক্টোবর
রাসায়নিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত প্রতিবেদনটি জমা দিয়েছে। এতে বলা হয়, ‘
জোরালোভাবে জানানো হচ্ছে ২১ আগস্ট উত্তর আলেপ্পোর মারিয়া শহরে কমপক্ষে দুজন
সালফার মাস্টার্ড হামলার শিকার হয়েছে ।’
মাস্টার্ড গ্যাস ব্যবহারের কথা জোর দিয়ে বলছে ওপিসিডব্লিউ |
‘ খুব সম্ভবত সালফার মাস্টার্ডের প্রতিক্রিয়াই এক শিশুর মৃত্যু হয়েছে।’
মাস্টার্ড
গ্যাস যে আইএসই ব্যবহার করছে এ ব্যাপারে প্রতিবেদনে স্পষ্ট করে কিছু বলা
হয়নি। তবে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগস্টে মারিয়ায় ইসলামিক স্টেটের
সঙ্গে অপর একটি বিদ্রোহী গ্রুপের লড়াই চলছিল। ওই সময় এই গ্যাস ব্যবহার করা
হয়।
রয়টার্সকে আরেক কূটনীতিক জানিয়েছেন, ‘ সালফার মাস্টার্ড কোথা থেকে আসলো এটাই এখন বড় প্রশ্ন। হয় এটি আইএস নিজেই তৈরি করতে সক্ষমতা অর্জন করেছে। অথবা আইএসের হাতে মাস্টার্ডের অঘোষিত কোনো মজুদ দখলে এসেছে। এ দুটিই অবস্থাই ভয়ঙ্কর।’
রয়টার্সকে আরেক কূটনীতিক জানিয়েছেন, ‘ সালফার মাস্টার্ড কোথা থেকে আসলো এটাই এখন বড় প্রশ্ন। হয় এটি আইএস নিজেই তৈরি করতে সক্ষমতা অর্জন করেছে। অথবা আইএসের হাতে মাস্টার্ডের অঘোষিত কোনো মজুদ দখলে এসেছে। এ দুটিই অবস্থাই ভয়ঙ্কর।’
No comments