হুমকির মুখে থাকা ব্যক্তিদের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব
দেশে
সক্রিয় জঙ্গিদের হুমকিতে থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ও
সম্মিলিত পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশে
ব্লগার ও প্রকাশকদের বিরুদ্ধে অব্যাহত সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়ে
সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রা’দ আল হুসেইন গতকাল এ আহ্বান
জানান। তিনি বলেন, ‘এ বছর ৫ বাংলাদেশী লেখক ও প্রকাশক এবং দুই বিদেশী
নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এছাড়া অনেকের ওপর হামলা হয়েছে, হুমকি
দেয়া হয়েছে। যেসব গোষ্ঠী এগুলো করছে তারা মনে করে স্বেচ্ছাচারী সহিংসতার
মাধ্যমে নিজেদের দৃষ্টিভঙ্গি অন্যের ওপর চাপিয়ে দেয়ার অধিকার তাদের রয়েছে।’
জেইদ আরও বলেন, আরও হত্যাকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে সম্মিলিত পদক্ষেপ
নেয়া জরুরি প্রয়োজন। দ্রুত দোষীদের বিচারের আওতায় নিয়ে আসা এবং লেখক,
প্রকাশক ও অন্যরা যারা হামলার হুমকিতে রয়েছেন তাদের সুরক্ষা দিতে কার্যকর
পদক্ষেপ নেয়ার মাধ্যমে এটা করতে হবে বলে তিনি উল্লেখ করেন। সাম্প্রতিক ৫ জন
লেখক, প্রকাশক এবং দুই বিদেশী নিহত হওয়া ছাড়াও অনেকে সামাজিক যোগাযোগ
মাধ্যমে হুমকি পেয়েছেন। এছাড়া লেখকদের টার্গেট করে ফেসবুকে হিটলিস্ট প্রকাশ
করা হয়েছে। হুমকি পাওয়া অনেকে আত্মগোপনে আছেন বা দেশ ছেড়েছেন। সাম্প্রতিক
এসব ভয়াবহ হত্যাকাণ্ড এবং লেখক প্রকাশকদের বিরুদ্ধে হুমকির দ্ব্যর্থহীন
নিন্দা জানানোর জন্য রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের আহ্বান জানান জেইদ। তিনি
জোর দিয়ে বলেন, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং মানবাধিকার
রক্ষাকারীরা নিরাপত্তার শঙ্কা ছাড়াই তাদের মত প্রকাশের স্বাধীনতার অধিকার
যেন চর্চা করতে পারে তা রাষ্ট্রকে অবশ্যই নিশ্চিত করতে হবে। তিনি বলেন,
‘মানুষকে যখন সহিংসতা বা হত্যাকাণ্ড দিয়ে হুমকি দেয়া হচ্ছে তখন তাদের
কার্যকর সুরক্ষা দেয়া হলো রাষ্ট্রের দায়িত্ব।’
No comments