সাম্প্রতিক হত্যাকাণ্ডের তদন্তে সহায়তা করবে যুক্তরাষ্ট্র
সামপ্রতিক
আলোচিত সব খুনের তদন্তে ‘তথ্য দিয়ে’ সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।
ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট
সেক্রেটারি উইলিয়াম ই টডের সঙ্গে সচিবালয়ে নিজ দপ্তরে বৈঠক শেষে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় কর্মসূচিগুলোর বিষয়ে
তাদের মধ্যে আলোচনা হয়। সেখানে সহিংস-চরমপন্থা মোকাবিলায় দুই দেশের মধ্যকার
সম্পর্ক আরও গভীর করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। সচিবালয়ে ঢাকাস্থ
মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটসহ দুই পক্ষের প্রতিনিধিদের
উপস্থিতিতে আনুষ্ঠিত দীর্ঘ বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে গণমাধ্যমের মুখোমুখি হন
আসাদুজ্জামান খান কামাল ও উইলিয়াম ই টুড। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তথ্য এবং কিছু বিষয় শেয়ার করে তারা
(যুক্তরাষ্ট্র) আমাদের সহায়তা দিতে চায়।’ বৈঠকে আর কি কি বিষয়ে আলোচনা
হয়েছে জানাতে চাইলে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, পুলিশ সদস্যসহ দেশের
সমপ্রতিক হত্যাকাণ্ডগুলোর বিষয়ে তারা (বার্নিকাট ও টড) শোক জানাতে
এসেছিলেন। হত্যাকাণ্ডগুলোর পর সারা দেশে সরকার যে নিরাপত্তা জোরদার করেছে
মার্কিন প্রতিনিধিরা তাতে সন্তোষ প্রকাশ করেছেন। বাংলাদেশে দুইজন বিদেশী
নাগরিককে গুলি করে হত্যার প্রেক্ষিতে এক মাসের বেশি সময় ধরে পশ্চিম ও
পূর্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে যে নিরাপত্তা সতর্কতা
(এলার্ট) জারি রেখেছে এবং তা নিয়মিত আপডেট করে চলেছে- সে বিষয়ে সাংবাদিকরা
স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে আসাদুজ্জামান খান কামাল
বলেন, বিশ্বের প্রায় সব দেশেই এমন সতর্কতা জারি করা হয়, এটা স্বাভাবিক।
যারা সতর্কতা জারি করেছে তারা তাদের নাগরিকদের জন্য এটি করেছে। এখানে
অতিরিক্ত কিছু নেই।
No comments