আমরা স্পষ্ট বলে দিয়েছি, অস্ত্র পকেটে রাখার জন্য নয় -শেখ হাসিনা

যারা ক্রসফায়ারের সমালোচনা করেন তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে। পুলিশের গুলিতে অপরাধীরাই মারা যায়। আমরা স্পষ্ট বলে দিয়েছি, অস্ত্র পকেটে রাখার জন্য নয়। আজ দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিজয়ী জাতি। কারও দয়া বা মুখাপেক্ষী না হয়ে বাঙ্গালি জাতিকে মাথা উচু করে চলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর না করার জন্য অনেক উচু জায়গা থেকে তার কাছে টেলিফোন এসেছে। মানবাধিকার লঙ্ঘনের কথা বলা হয়েছে। অপরাধীদের জন্য তাদের মায়াকান্না। মানবাধিকার নিয়ে তারা খুব সোচ্চার। আর যারা আপনজন হারালো তাদের ব্যাথা কেউ বোঝে না। একমাত্র তারাই বোঝে আপনজন হারানোর কি যন্ত্রণা, যারা আপনজন হারিয়েছে। তিনি  বলেন, যে মুহুর্তে যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করেছি সেই মুহুর্তে এ ধরণের অপপ্রচার আসবে জানতাম। ফাঁসি কি হয় না? ঈদের দিন সাদ্দামকে ফাঁসি দেয়া হয়েছে। কাউকে কাউকে গুলি করে মেরে ফেলা হয়েছে। সাদ্দাম, লাদেন, গাদ্দাফী এরা কার সৃষ্টি? এদেরকে মেরে ফেলা হলে ভয়ঙ্কর অপরাধীদের বিচারে প্রশ্ন কেন? অপরাধ অপরাধই, সে যেই হোক। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্রসফায়ার কি? অপরাধী পুলিশের গুলিতে মারা যাচ্ছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে স্পষ্ট বলে দিয়েছি, অস্ত্র পকেটে রাখার জন্য নয়। তিনি বলেন, যারা ক্ষতির শিকার হলো তাদের নিয়ে চিন্তা নেই আর যারা অপরাধ করলো তাকে নিয়ে তাদের নিয়ে এত মাথাব্যাথা কেন? আমাদের দেশে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তা অপরাধ হয়ে যায়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, যিনি নিজে হরতাল-অবরোধ ডাকেন তিনি নিজেই নিজেকে অবরুদ্ধ করে রাখেন। আন্দোলনের নামে মানুষ হত্যা করেন। মানুষকে পুড়িয়ে মারার মতো জঘন্য কাজ আর হতে পারে না।

No comments

Powered by Blogger.