দরকার হলে তৃতীয়, চতুর্থবারও জাতিসংঘে যাবো: আব্বাস
স্বাধীন
ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাবনা পুনরায় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে
আবারো উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
তিনি বলেন, “জাতিসংঘে উত্থাপিত জর্ডানের প্রস্তাবনাটি নিয়ে আমরা আবারো
আলোচনা চালিয়ে যাচ্ছি।” গত সপ্তাহে জাতিসংঘে এ প্রস্তাবটি উত্থাপন হলে
ভোটাভুটিতে তা নাকচ হয়ে যায়। অবরুদ্ধ এলাকাগুলোতে ইসরাইলি সেনা
প্রত্যাহারের মাধ্যমে ২০১৭ সালের ভিতর একটি স্বাধীন রাষ্ট্র গঠনে জাতিসংঘ
প্রস্তাবনাটিতে আরো সহানুভূতিশীল হবে বলে আশাবাদী ফিলিস্তিন কর্তৃপক্ষ।গত
৩০ ডিসেম্বর জাতিসংঘে আমেরিকার ভ্যাটোর কারণে প্রস্তাবটি নাকোচ হয়ে যায়।
আব্বাস বলেন, “আমরাব্যর্থ হয়নি, জাতিসংঘ আমাদের ব্যর্থ করেছে। আমরা আবারো
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাবো, আর যাবোই না কেন?এক সপ্তাহ পরেই আমরা
জাতিসংঘে যাচ্ছি।” পশ্চিম তীরের রামাল্লায় সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক
শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা প্রস্তাবনাটি নিয়ে আলোচনা করছি,
এটি নিয়ে মিত্রদের সঙ্গেও আলোচনা হবে, বিশেষ করে জর্ডানের
সঙ্গে।প্রস্তাবনাটি পাসের জন্য তৃতীয়বার কেন দরকার হলে চতুর্থবারও যাবো।”
গত মঙ্গলবার ফিলিস্তিনের প্রস্তাবনার পক্ষে জাতিসংঘে আটটি ভোট পড়ে।
প্রস্তাবনা পাসের জন্য একটি ভোটের প্রয়োজন ছিল। প্রস্তাবনার বিপক্ষে ভোট
দেয় আমেরিকা ও অস্ট্রেলিয়া। -আল-জাজিরা।
No comments