রাজধানীজুড়ে উৎকণ্ঠা, নেই গণপরিবহন
বিতর্কিত
নির্বাচনের বর্ষপূর্তিতে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি পালনের ঘোষণায়
রাজধানীতে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। মোড়ে মোড়ে অবস্থান করছে আইনশৃঙ্খলা
বাহিনীর সদস্যরা। কখন কোথায় কী ঘটে সেই অজানা আতঙ্কে সবাই। রাস্তায় নেই
কোনো গণপরিবহন। রিকশার দখলে রাজপথ। দুই একটি প্রাইভেট গাড়িও মাঝে মাঝে
চলাচল করতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষজনের চেহারায়ও
উৎকণ্ঠার ছাপ লক্ষ্য করা গেছে। সোমবার সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে
যানবাহন একেবারে নেই বললেই চলে। সামান্য কিছু রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা
চলাচল করছে। এতে দুর্ভোগে পড়েছে কর্মস্থল ও স্কুল-কলেজগামী লোকজন।
গুলিস্থান থেকে মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, কারওয়ান বাজার, গাবতলী রুট,
ফার্মগেট হয়ে মিরপুর রুট, আজিমপুর থেকে নিউমার্কেট হয়ে মোহাম্মদপুর রুট,
গুলিস্থান থেকে কাকরাইল, মালিবাগ, রামপুরা বাড্ডা হয়ে কুড়িল রুটে
গণপরিবহনের দেখা মেলেনি। গণপরিবহনের এমন সংকটে তৈরি পোশাক কারখানার
কর্মীসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের অনেককেই হেঁটে কর্মস্থলে যেতে দেখা
গেছে। গণপরিবহন সংকটে শেষ অবলম্বন হিসেবে দু’একটি রিকশা পাওয়া গেলেও ভাড়া
গুণতে হচ্ছে অনেক বেশি। এদিকে, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ,
র্যা ব, গোয়েন্দা সংস্থার সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য
অবস্থান করছেন। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে টহল দিচ্ছে পুলিশের
ভ্রাম্যমাণ।
No comments