‘গেটে তালা লাগিয়ে গুলি চালিয়ে আন্দোলন দমন করা যাবে না’
দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে, জনগণের বুকে গুলি চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে জনগণের আন্দোলন দমন করা যাবে না বলে দাবি করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ৫ই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোট ঘোষিত কর্মসূচি বানচালের জন্য সরকার দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। রাজধানী ঢাকায় কথিত নিষেধাজ্ঞা জারি করে এক বীভৎস পরিবেশের সৃষ্টি করেছে। ঢাকার বিভিন্ন স্থানে জামায়াত ও ২০ দলীয় জোটের মিছিলে পুলিশ হামলা চালিয়েছে। নাটোরে গুলি করে ২ জনকে হত্যা করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, বরিশাল, রাজশাহী, বগুড়া, নাটোর, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত (গতকাল বিকাল) ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ২০দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তালা লাগিয়ে তাকে ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করার অধিকার থেকে বঞ্চিত করেছে। তিনি বলেন, জোট নেত্রীর কার্যালয়ের গেটে তালা লাগানো এক নজিরবিহীন ঘটনা। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বালুর ট্রাক, ইট ও কার্যালয়ের গেটে তালা লাগিয়ে, জনগণের বুকে গুলি চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে জনগণের আন্দোলন দমন করা যাবে না।
সরকার জনগণকে তাদের বিরদ্ধে অবস্থান নিতে বাধ্য করেছে : অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমান অবৈধ সরকারের কথার সঙ্গে কাজের মিল নেই। তারা বলে একটি আর করে আরেকটি। তারা ঢাকায় সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ করেছে। অথচ তারাই সভা-সমাবেশ করেছে। সরকারের গুণ্ডাবাহিনী বিজয় মিছিলের নামে লগি-বৈঠা নিয়ে নির্বিচারে সাধারণ মানুষকে আক্রমণ করেছে, বিরোধী দলের কয়েকজন নেতাকর্মীকে হত্যাও করেছে। সরকার অগণতান্ত্রিক আচরণ করে বিরোধী দল ও জনগণকে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করেছে। কর্নেল অলি বলেন, সরকারের অপরিণামদর্শিতা, একগুঁয়েমি ও এক দলীয় শাসনের কারণে বেশ কয়েক জন মানুষকে তাদের নেতা-কর্মীদের হাতে জীবন দিতে হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে, দেশের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। এর দায় সরকারকেই নিতে হবে। তিনি বলেন, দেশে কোন সুশাসন নেই, ন্যায়বিচার নেই, সরকার সমগ্র দেশকে কারাগারে পরিণত করেছে। সমগ্র বাংলাদেশ আজ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। কর্নেল অলি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মনে করি চলমান পরিস্থিতি থেকে বের হতে সবার অংশগ্রহণে নতুন নির্বাচন প্রয়োজন। সরকারের মনে রাখা উচিত, গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। অতীতেও কেউ পারেনি এরাও পারবে না। তিনি বেগম খালেদা জিয়ার ঘোষিত অবরোধ কর্মসূচি পালন করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান।
No comments