একটি ফোনকলেই রেহাই পেলেন দাউদ ইব্রাহিম
গত
বছর ভারতের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের একেবারে কাছাকাছি
পৌঁছতে সক্ষম হয়েছিল ভারতীয় গোয়েন্দারা। তাকে হত্যার মিশনে পাকিস্তানের
মাটিতে পা-ও রেখেছিল ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর ৯ কমান্ডো। কিন্তু শেষ
মুহূর্তে একটি ফোনকলের নির্দেশে বাতিল হয়ে যায় মিশনটি। এমনই খবর দিয়েছে
ভারতের আইবিএন। খবরে বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, ভারতের
মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের একেবারে কাছাকাছি পৌঁছতে পেরেছিল
ভারত। ১৯৯৩ সালের মুম্বই সিরিয়াল বোমা বিস্ফোরণের প্রধান অভিযুক্ত দাউদ
ঘটনার পর থেকেই পলাতক। তখন থেকেই সে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর
আশ্রয়ে আছে বলে ধারণা করা হয়। প্রায় দুই দশকেরও আগে পাকিস্তানে পালিয়ে
যাওয়ার পর থেকে তাকে হন্যে হয়ে খুঁজছে ভারত। বেশ কয়েকবার তাকে হত্যা করার
চেষ্টাও হয়েছিল, কিন্তু সবগুলোই ভেস্তে যায়। আইবিএন জানিয়েছে, তাদের হাতে
আসা বেশ কিছু তথ্য ও সূত্র মোতাবেক, গত বছর পাকিস্তানের করাচিতে দাউদের
অবস্থান শনাক্ত করতে পারে ভারত। আর তখনই তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয় র’।
পাকিস্তানের মাটিতেই তাকে হত্যা করতে ৯ কমান্ডো বাছাই করে র’। তাদের নাম
দেয়া হয় ‘সুপার বয়েজ’। গত বছরের ১৩ই সেপ্টেম্বরকে বেছে নেয়া হয় অভিযানের
দিন হিসেবে। সূত্র জানিয়েছে, বহু বছর ধরে দাউদ করাচিতে বাস করে আসছিল।
এমনকি প্রতিদিন নিজের ক্লিফটন রোডের বাসা থেকে ডিফেন্স হাউসিং সোসাইটিতে
যাওয়া-আসাও করতো। এই সুযোগকেই কাজে লাগাতে চেয়েছিল ‘র’। সড়কের পাশের একটি
‘দরগাহ’কে বেছে নেয়া হয় চূড়ান্ত স্থান হিসেবে। ১৩ই সেপ্টেম্বর পূর্ব
পরিকল্পনা মোতাবেক ৯ কমান্ডো অবস্থান নেয়। তাদের হাতে তার তখনকার অবস্থানের
একটি হালনাগাদ ভিডিও’ও ছিল। কিন্তু চূড়ান্ত হামলার কয়েক মিনিট আগে, একটি
রহস্যজনক ফোনকলের নির্দেশে অভিযান স্থগিত করতে বাধ্য হন ‘র’ কমান্ডোরা।
আইবিএন জানিয়েছে, কে এই ফোন করেছিল এবং কেনই বা পরিকল্পনা থামাতে বাধ্য
হয়েছিল র’, তা প্রকাশ করতে রাজি হয়নি সূত্রটি।
No comments