ছাত্রদের বাঁচাতে জীবন দিলেন তিন শিক্ষিকা
তারা তিনজনই জানতেন চেষ্টা নিষ্ফল। তবু
বুক দিয়ে সন্তানসম ছাত্রদের আগলানোর চেষ্টা করে গেছেন বন্দুকের গুলিতে
ঝাঁঝরা হয়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত। পেশোয়ারের সেনা স্কুলের তিন
শিক্ষিকা। তাহিরা কাজি, আফসা আহমেদ এবং হিফসা খুশ। তাহিরা প্রিন্সিপালের
দায়িত্বে ছিলেন। শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা কারার অপরাধে তিনজনকে শুধু
গুলি নয়, পেট্রল ঢেলে পুড়িয়েও মেরেছে জঙ্গিরা। তারপর ওই দৃশ্য দেখতে
শিক্ষার্থীদের বাধ্য করে। প্রিয় শিক্ষিকা আফসাকে বাঁচাতে না পারার আফসোস
এখনও কুরে কুরে খাচ্ছে ১৫ বছরের ইরফানুল্লাকে। আফসা জঙ্গিদের বলেন, ওদের
মারার আগে আমাকে মারতে হবে। ওই কথা শুনে জঙ্গিরা আফসার গায়ে পেট্রল ঢেলে
আগুন ধরিয়ে দেয়। সেইসঙ্গে গুলিও চালায়। জ্বলন্ত অবস্থাতেও আফসা
শিক্ষার্থীদের বলেন, পেছনের দিক দিয়ে দৌড়ে পালাও তোমরা। এপি।
No comments