৩৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৮২২
অবশেষে সাড়ে ৮ মাস পর ৩৪তম বিসিএসের লিখিত
পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় সর্বমোট ৯ হাজার ৮২২
জন উত্তীর্ণ হয়েছেন। আগামী ২৬ জানুয়ারি উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু
হবে। এবার উত্তীর্ণদের মধ্যে সাধারণ ক্যাডারে দুই হাজার ৯৬ জন এবং
কারিগরি/পেশাগত ক্যাডারে এক হাজার ৭৮০ জন উত্তীর্ণ হয়েছেন।
সরকারি ক্যাডার সার্ভিসে চাকরির এ পরীক্ষার ফল প্রকাশ করে দুপুর ২টার পর সরকারি কর্মকমিশন (পিএসসি)। সংস্থাটির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এ ফল পাওয়া যাচ্ছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সীমা জানান, আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২৪ জনের ফলাফল স্থগিত করা হয়েছে। তাদের আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে পিএসসির আগারগাঁও কার্যালয়ে উপস্থিত হয়ে কাগজপত্র জমা দিতে হবে। তিনি আরও জানান, পিএসসির ওয়েবসাইট ছাড়াও টেলিটক অপারেটর থেকে মোবাইল ফোনে এসএমএস করেও ফল জানা যাচ্ছে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইঈঝ লিখে স্পেস দিয়ে ৩৪ লিখে আবার স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে। ২৪ থেকে ৩১ মার্চ ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় প্রার্থী ছিল ৪৬ হাজার ৫৩০ জন। এরপর ৪ থেকে ২৫ মে অনুষ্ঠিত হয় বিষয়ভিত্তিক পরীক্ষা। এর আগে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২ পদে নিয়োগের জন্য গত বছরের ৭ ফেব্র“য়ারি এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সে অনুযায়ী ২৪ মে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নিয়েছিল এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী। কোটা জটিলতার কারণে দুই দফায় প্রকাশ করা হয় ৩৪তম বিসিএস প্রিলিমিনারির ফল।
সরকারি ক্যাডার সার্ভিসে চাকরির এ পরীক্ষার ফল প্রকাশ করে দুপুর ২টার পর সরকারি কর্মকমিশন (পিএসসি)। সংস্থাটির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এ ফল পাওয়া যাচ্ছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সীমা জানান, আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২৪ জনের ফলাফল স্থগিত করা হয়েছে। তাদের আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে পিএসসির আগারগাঁও কার্যালয়ে উপস্থিত হয়ে কাগজপত্র জমা দিতে হবে। তিনি আরও জানান, পিএসসির ওয়েবসাইট ছাড়াও টেলিটক অপারেটর থেকে মোবাইল ফোনে এসএমএস করেও ফল জানা যাচ্ছে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইঈঝ লিখে স্পেস দিয়ে ৩৪ লিখে আবার স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে। ২৪ থেকে ৩১ মার্চ ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় প্রার্থী ছিল ৪৬ হাজার ৫৩০ জন। এরপর ৪ থেকে ২৫ মে অনুষ্ঠিত হয় বিষয়ভিত্তিক পরীক্ষা। এর আগে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২ পদে নিয়োগের জন্য গত বছরের ৭ ফেব্র“য়ারি এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সে অনুযায়ী ২৪ মে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নিয়েছিল এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী। কোটা জটিলতার কারণে দুই দফায় প্রকাশ করা হয় ৩৪তম বিসিএস প্রিলিমিনারির ফল।
No comments