ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করতে না পারায় বিজ্ঞানীদের জেল!
ইতালিতে ভূমিকম্পের ব্যাপারে আগাম সতর্ক করতে ব্যর্থ হওয়ায় ছয় বিজ্ঞানীকে ছয় বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। ২০০৯ সালের ওই ভূমিকম্পে অন্তত ৩০৯ জন নিহত হন। আহত হন এক হাজারেরও বেশি। এছাড়া ঘরহারা হন কয়েক হাজার মানুষ।
ইতালির এল আকুইলা শহরে আঘাত হানে রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। তার কিছু দিন আগে বিজ্ঞানীরা ওই শহর পরিদর্শন করে তেমন ঝুঁকিপূর্ণ নয় বলে বিবৃতি দেন। কিন্তু কয়েকদিন পরই ভূমিকম্পে বহু লোক মারা যান। এরপর ২০১২ সালে বিজ্ঞানীদের বিরুদ্ধে অভিযোগ এনে বিচার শুরু হয়।
বিচারক বলেন- বিজ্ঞানীদের বিবৃতির ওপর আস্থা রেখে অন্তত ২৯ জন লোক তাদের বাড়িতে অবস্থান করেন। তারা ওই শহর ছেড়ে যেতে চেয়েছিলেন। ভূমিকম্পের ফলে তারা মারা যান।
এ ঘটনায় ছয় বিজ্ঞানীকে ৬ বছর করে কারাদণ্ড দেয়া হয়। একই সাথে তাদেরকে সাত মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই ঘটনায় সরকারের এক কর্মকর্তাকে ২ বছরের সাজা দেয়া হয়েছে।
সূত্র : মেইল অনলাইন
No comments