পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫৬
পাকিস্তানের সিন্ধু প্রদেশে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৮ শিশু ও ১৭ নারীসহ কমপক্ষে ৫৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে ৮০ জনেরও বেশি যাত্রী ছিলেন। বাকি যাত্রীদের ভাগ্যে কি ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। সুক্কুর জেলার থেরি বাইপাসের কাছে এ দুর্ঘটনা ঘটে। গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও আইএএনএস। সোয়াত জেলা থেকে করাচিতে যাচ্ছিল দুর্ঘটনাকবলিত বাসটি। প্রেসিডেন্ট মামনুন হুসেইন ও সিন্ধু প্রদেশের গভর্নর ইশরাত ইবাদ এ দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিতেরও নির্দেশ দিয়েছেন।
No comments