যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ করবে না
সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন পদক্ষেপ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরই অংশ হিসেবে ইরাকে আরও সেনা পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
রোববার সিবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, এই নতুন পদক্ষেপের অংশ হিসেবেই ইরাকে অতিরিক্ত ১৫০০ সেনা পাঠানো হচ্ছে। এসব মার্কিন সেনা ইরাকি ও তুর্কি বাহিনীকে সামরিক প্রশিক্ষণ এবং পরামর্শ দেয়ার কাজ করবে। তারা সরাসরি যুদ্ধে অংশ নেবে না।
তিনি বলেন, ইরাক সরকার সফলভাবে প্রথম ধাপ সম্পন্ন করেছে। আমরা এখন আর একটি নতুন ধাপ শুরু করতে যাচ্ছি। যুক্তরাষ্ট্র সরকার যে পদক্ষেপ নিতে যাচ্ছে তার মাধ্যমে ইরাকের স্থলবাহিনী আইএস যোদ্ধাদের পরাজিত করতে পারবে বলে তিনি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ওবামা আরও বলেন, আমরা কাছ থেকে বিমান হামলার মাধ্যমে ইরাকি সেনাদের এই লড়াইয়ে সহায়তা করব। তবে আমাদের সেনারা সরাসরি লড়াইয়ে অংশ নেবে না।
এর আগে পেন্টাগন এক বিবৃতিতে জানায়, নতুন এ সেনাদের সাতটি ইরাকি ব্রিগেড ও তিনটি কুর্দি পেশমার্গা ব্রিগেডে যুক্ত করা হবে।
রোববার সিবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, এই নতুন পদক্ষেপের অংশ হিসেবেই ইরাকে অতিরিক্ত ১৫০০ সেনা পাঠানো হচ্ছে। এসব মার্কিন সেনা ইরাকি ও তুর্কি বাহিনীকে সামরিক প্রশিক্ষণ এবং পরামর্শ দেয়ার কাজ করবে। তারা সরাসরি যুদ্ধে অংশ নেবে না।
তিনি বলেন, ইরাক সরকার সফলভাবে প্রথম ধাপ সম্পন্ন করেছে। আমরা এখন আর একটি নতুন ধাপ শুরু করতে যাচ্ছি। যুক্তরাষ্ট্র সরকার যে পদক্ষেপ নিতে যাচ্ছে তার মাধ্যমে ইরাকের স্থলবাহিনী আইএস যোদ্ধাদের পরাজিত করতে পারবে বলে তিনি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ওবামা আরও বলেন, আমরা কাছ থেকে বিমান হামলার মাধ্যমে ইরাকি সেনাদের এই লড়াইয়ে সহায়তা করব। তবে আমাদের সেনারা সরাসরি লড়াইয়ে অংশ নেবে না।
এর আগে পেন্টাগন এক বিবৃতিতে জানায়, নতুন এ সেনাদের সাতটি ইরাকি ব্রিগেড ও তিনটি কুর্দি পেশমার্গা ব্রিগেডে যুক্ত করা হবে।
No comments