উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে খালেদা
আন্দোলনের রূপরেখা নির্ধারণ করতে দলের উপদেষ্টা কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, মে. জে. (অব.) মাহমুদুল হাসান, গাজীপুর সিটি মেয়র প্রফেসর এমএ মান্নান, এডভোকেট জয়নুল আবেদিন, এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ফজলুর রহমান পটল, শওকত মাহমুদ, মুশফিকুর রহমান, মে. জে. (অব.) রুহুল আলম চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, এডভোকেট আহমদ আজম খান, ব্যারিস্টার হায়দার আলী, চট্টগ্রাম সিটি মেয়র মঞ্জুর আলম মঞ্জুর, আবদুল আউয়াল মিন্টু, ডা. জাহিদ হোসেনসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত রয়েছেন। এদিকে আগামীকাল রাতে দলের যুগ্ম মহাসচিব ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে দ্বিতীয় বৈঠকটি করবেন খালেদা জিয়া। পরে ১৩ই নভেম্বর দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করবেন তিনি।
No comments