মাদক সেবনকে কেন্দ্র করে বন্ধুকে ভবন থেকে ফেলে হত্যা
রাজধানীর শান্তিবাগে মাদক সেবনকে কেন্দ্র করে একটি নির্মানাধীন ভবন ফেলে জামাল মিয়া (৩৫) নামে একজনকে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পল্টন থানাধীন ৪০/১ শান্তিনগরে ইউরেকা প্রোপার্টিজের একটি নির্মানাধীন বহুতল ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অপর বন্ধুরা পলতাক রয়েছে। ভবনের কেয়ারটেকার হারুনুর রশিদ জানান, মাঝে মধ্যেই এলাকার ছেলে পরিচয় দিয়ে কয়েকজন যুবক ওই নির্মানাধীন ভবনে আসতো। বেশির ভাগ সময় তারা দ্বিতীয় তলায় উঠে মাদক সেবন করতো। এ কাজে তাদের নিষেধ করলেও কেয়ারটেকার ও শ্রমিকদের হত্যার হুমকি দিতো। তিনি বলেন, মঙ্গলবার দুপুরেও তারা ওই ভবনে আসে। যথারীতি দ্বিতীয় তলায় উঠে মাদক সেবন করে। এ সময় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। দুপুর দুইটার দিকে ঝগড়ার মাত্রা বেড়ে যায়। এর কিছু সময় পরই ওদের মধ্যে কে বা কারা জামালকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ভবনটি নির্মানাধীন হওয়ায় সেখানো রেলিং ছিলো না। ধাক্কা দেয়ায় জামাল নিচে থাকা রডের ওপর পড়ে। এতে দুটি রড তার বুক ও পেটে ঢুকে যায়। এ দৃশ্য দেখে জামালের সাথে থাকা বন্ধুরা পালিয়ে যায়। পরে হারুন ও পল্টন থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। এস আই শ্যামল জানান, জামালের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দোষীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
No comments