সুন্দরবনে বাঘ গণনা শুরু হচ্ছে আজ
ওয়ার্ল্ড হ্যারিটেজ সুন্দরবনের গহিন অরণ্যে আজ মঙ্গলবার থেকে দ্বিতীয় দফায় শুরু হচ্ছে বাঘ গণনা। দুই কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ক্যামেরা পদ্ধতিতে এ গণনা করা হবে। বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্পবিষয়ক আঞ্চলিক সহযোগিতায় ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে আগামী বছরের জুন পর্যন্ত চলবে এ গণনা। এবারই প্রথম বাঘ গণনার জন্য পদচিহ্নের পরিবর্তে ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ অংশে এ বাঘ গণনায় অংশ নিচ্ছেন ৩০ জন মাঠকর্মী। তারা বাঘ গণনার জন্য ব্যবহার করবেন ৮৯টি ক্যামেরা। ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্ট ও ন্যাচার কনজারভেশনের দায়িত্বে নিয়োজিত বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জাহিদুল কবির জানান, ইতিমধ্যে সুন্দরবনের অভায়ারণ্য নীলকোমল এলাকায় পৌঁছে গেছেন বাঘ গণনার কাজে নিয়োজিত কর্মীরা। আজ মঙ্গলবার বনে আনুষ্ঠানিকভাবে বাঘ গণনার জন্য বিশেষ ধরনের ক্যামেরা বসানোর কাজ শুরু হবে। দু’বছর মেয়াদি এ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় দুই কোটি ২৫ লাখ টাকা।
No comments