ইবোলা আক্রান্ত মার্কিন চিকিৎসক সেরে ওঠেছেন
আমেরিকার প্রথম ইবোলা আক্রান্ত চিকিৎসক ক্রেইগ স্পেনসার পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, মরণঘাতী ভাইরাসের চিকিৎসা নেয়ার পর ৩৩ বছর বয়সী স্পেনসার মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।
তিনি গিনিতে মেডিসিন স্যানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ)’র হয়ে কাজ করতেন। গত ২৩ অক্টোবর দেশে ফেরার পর তার দেহে ইবোলা রোগ ধরা পড়ে। এরপর তাকে নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়।
সংশ্লিষ্ট এক সূত্র নিউইয়র্ক টাইমসকে জানায়, ডা. স্পেনসারকে হাসপাতাল থেকে ছাড়ার ঘোষণা প্রকাশ্যে দেয়া হয়নি। তবে তার চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি সোমবার তাকে হাসপাতাল থেকে ছাড়ার খবরটি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এএফপি’র পক্ষ থেকে যোগাযোগ করা হলে নিউইয়র্ক কর্তৃপক্ষ তাৎক্ষনিকভাবে খবরটি নিশ্চিত করেনি।
পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া ও সিয়েরালিওনে প্রাণঘাতী ইবোলা ভাইরাস মহামারী রূপ নিয়েছে। এ রোগে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার লোক নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত নয়জন ইবোলা রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে কেবল লাইবেরিয়ার একজন মারা গেছেন। তিনি তার নিজ দেশ ইবোলায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য আসেন।
No comments