আমি ‘ক্রিকেটঈশ্বর’ নই : শচিন
বিশেষজ্ঞরা তাকে ‘ক্রিকেটঈশ্বর’ বলেই মানেন। ভক্তরা তাকে ঈশ্বররূপে পূজো করেন। কিন্তু, তিনি নিজে মনে করেন মাঠে প্রচুর ভুল করেছেন, তাই তিনি ঈশ্বর হতে পারেন না। তিনি অন্যদের মতোই সাধারণ। তিনি শচিন টেন্ডুলকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান আন্তজার্তিক ক্রিকেট সর্বাধিক রানের মালিক।
গত বছর নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন শচিন। ২৪ বছরের ক্যারিয়ারে ৩৪ হাজারেরও বেশি রান রয়েছে মাস্টার ব্লাস্টারের ঝুলিতে। প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির নজির গড়েছেন শচিন। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট পা-রাখা মারাঠি আড়াই দশক ধরে শাসন করেছে ক্রিকেটবিশ্বকে। তাকে নিয়ে আর কোনো বিশেষণ খুঁজে না-পেয়ে ক্রিকেটঈশ্বর অ্যাখ্যা দিয়েছেন ক্রিকেট লিখিয়েরা। কোটি কোটি ভক্তের ভালোবাসায় প্লাবিত শচিন বলেন, ‘আমি ভাগ্যবান, মানুষ আমাকে এত ভালোবাসে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ৷ যদিও তা যথেষ্ট নয়।’
No comments