আকাশে উড়ে শততম জন্মদিন পালন
আর পাঁচটা বয়স্ক মানুষ তাদের জন্মদিনে কী বলেন! ‘আর জন্মদিন...কবে ওপরে চলে যাব...।’ কথাটা তিনিও বলেছিলেন। তবে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। সে কথা বলার আগে তার পরিচয়টা জানা যাক। তিনি এলানোর কানিংহাম। থাকেন নিউইয়র্কে। নিজের শততম জন্মদিনে একটা আবদার করে বসলেন। বললেন, ‘জন্মদিনে ওপরে যাব।’
শুনে সবাই তো অবাক। ওপরে বলতে আকাশে ভেসে বেড়ানোর কথা অর্থাৎ স্কাইডাইভিং এর কথা বলেছেন এলানোর। এই বয়সে স্কাইডাইভিং! কিন্তু শততম জন্মদিন বলে কথা কেউ নিষেধও করতে পারলেন না। জন্মদিনের একদিন পর তিনি মাস্টার ডিন ম্যাকডোনাল্ডোর সাহায্য নিয়ে আকাশে উড়ে বেড়ালেন। আকাশে উঠে হাত দুটো মেলে ধরলেন। আনন্দে শিশুর মতোই হাসছিলেন তিনি। মাটিতে নেমে সাংবাদিকদের তিনি বলেন, আর কিছুক্ষণ থাকলে আরো ভাল লাগত।
>> আকাশে উড়ার আনন্দে শিশুর মতো হাসছেন এলানোর
সূত্র : ইন্টারনেট
No comments