জীবননগরে মৌমাছিতে কুপোকাত ৩
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামে ক্ষেতে কাজ করার সময় মৌমাছির কামড়ে আহত হয়েছে তিন কৃষক। আহতরা হচ্ছেন উপজেলার বাঁকা গ্রামের আলতাফ হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩৫),মগরেব মন্ডলের ছেলে রাসেল (১৮) ও আবুল কালামের ছেলে আমির হোসেন (১৮)। আহতদেরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়,জীবননগর উপজেলার বাঁকা গ্রামের আলমগীর, রাসেল ও আমিরসহ অন্যান্য কৃষকেরা সকাল সাড়ে ৯ টার দিকে ক্ষেতে কাজ করার সময় হঠাৎ এক ঝাঁক মৌমাছি ধাওয়া করে। মৌমাছির কামড়ের শিকার আলমগীর,আমির ও রাসেলকে আহত অবস্থায় অন্য কৃষকরা উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেণ।
বাঁকা ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষকরা মাঠে কৃষি কাজ করছিলেন। তারা এ সময় মৌমাছির কামড়ের শিকার হয়। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহাঙ্গীর আলম জানান, মৌমাছির কামড়ের শিকার আহতদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
No comments