টার্গেটে চীনের কট্টরপন্থী ইমামরা, ২২ জনকে কারাদণ্ড
চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে অবৈধভাবে ইসলাম ধর্ম প্রচারের অভিযোগে সন্দেহভাজন ২২ জনকে কারাদ- দেয়া হয়েছে। উইগুর সম্প্রদায়ের কট্টরপন্থী ইমাম ও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে পৃথক রাষ্ট্র গঠনে সহিংস প্রচারণা চালানোর অভিযোগ এনেছে সরকার। জিনজিয়াংয়ের একটি আদালতে অনুষ্ঠিত এক গণ-শুনানিতে সন্দেহভাজন ২২ ব্যক্তিকে ৫ বছর থেকে শুরু করে ১৬ বছর মেয়াদ পর্যন্ত কারাদ- দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জিনজিয়াংয়ে মূলত উইগুর সম্প্রদায়ের মুসলমানদের বসবাস। ইমাম, ধর্মীয় নেতা ও পদে আসীন থাকার সময় দায়িত্ব পালনকালে আইন ভঙ্গ করায় সন্দেহভাজন মোট ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। পৃথক রাষ্ট্র গঠনে সহিংস প্রচারণার অভিযোগ আনা হয় ইমাম ও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে। এছাড়াও সাম্প্রদায়িক ঘৃণা উস্কে দেয়া, কুসংস্কারের আশ্রয় নিয়ে আইন লঙ্ঘন, বিবাদে জড়ানো ও সমস্যা উস্কে দেয়ার অভিযোগও আনা হয় অনেকের বিরুদ্ধে। এদিকে নির্বাসিত সংগঠন ওয়ার্ল্ড উইগুর কংগ্রেস এক বিবৃতিতে এ রায়ের তীব্র নিন্দা জানিয়েছে। চীনা সরকার কট্টর ধর্মীয় নেতাদের গ্রেপ্তারে বেশ কিছুদিন ধরেই অভিযান পরিচালনা করছে।
No comments