সার্বজনীন গণতন্ত্র প্রতিষ্ঠার তাগিদ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর

ঢাকা সফরের সমাপনীতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশে সার্বজনীন গণতন্ত্র (ইনক্লুসিভ ডেমোক্রেসি) প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন। আজ দুপুরে গুলশানের আমেরিকান ক্লাবে পরবর্তী নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশে পরবর্তী নির্বাচন কবে হবে তা বাংলাদেশকেই ঠিক করতে হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন অংশীদার। সুতরাং তারা বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশে সবধরণের সহযোগিতা করবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে পরস্পরের জন্য গণতন্ত্র চর্চার জায়গা করে দিতে হবে। বাংলাদেশকে জিএসপি ফিরিয়ে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, জিএসপির বিষয়ে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। এটা কবে ফিরিয়ে দেয়া হবে সে বিষয়টি ইউএসটিআর ঠিক করবে। তবে কিছু কাজ এখনও বাকি আছে।

1 comment:

  1. Republican won the mid Term election.
    So the Diplomats comments about
    inclusive election should be taken
    into consideration, even if needed they
    may impose 'Visa restrictionsrestrictions'
    Perhaps there is no such possibilities
    of GSP restoration.

    ReplyDelete

Powered by Blogger.