২৩ হাজার বছরের পুরনো
ফ্রান্সে
২৩ হাজার বছর পুরনো একটি নারী ভাস্কর্য উদ্ধার করা হয়েছে। ১২ সেমি. দীর্ঘ
ভাস্কর্যের অংশটি অমূল্য বিবেচনা করা হচ্ছে। ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক
অঞ্চল অ্যামিয়েন্সে ভাস্কর্যটির সন্ধান পাওয়া যায়। ভাস্কর্যটির মাথা ও পা
সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তবে বলা হয়েছে নারী ভাস্কর্যটির বুক ও
নিতম্ব অনেক চওড়া। অ্যামিয়েন্সের সংস্কৃতিবিষয়ক প্রধান নিকোল ফয়ু ইয়েদিদ
জানান, এ আবিষ্কারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিকভাবে এর তাৎপর্য
অপরিসীম। ভাস্কর্যটির অন্য অংশগুলোও খুঁজে পাবেন বলে আশা প্রকাশ করেছেন
প্রত্নতাত্ত্বিক ক্লেমেন্ট প্যারিস। অনুসন্ধানের দ্বিতীয় দিন গুরুত্বপূর্ণ
লাইমস্টোনের টুকরো পেয়েছেন। তিনি বলেন, ‘আমরা খুঁজে পাওয়া ২০টি বিচ্ছিন্ন
টুকরো জোড়া লাগিয়ে আবিষ্কার করি একটি নারী ভাস্কর্য।’ ওয়েবসাইট।
No comments