সততা
যুক্তরাষ্ট্রের নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় বার্গার কিং রেস্টুরেন্টের সহকারী ব্যবস্থাপক সাহিস্তা বাকাওলা ভোজনালয়ের একটি বুথে ১ লাখ ডলার ভর্তি একটি নীল ব্যাগ পেয়েছিলেন। তিনি রেস্টুরেন্টের মালিক আলতাফকে খবর দিলে, তিনি ব্যাগটি খুলে বিপুল পরিমাণ টাকা দেখতে পান। কিন্তু, ১,০০০০০ ডলারের লোভনীয় অঙ্কটা তাদের কারও মনোভাবকে বিন্দুমাত্র প্রভাবিত করতে পারেনি। তারা এখন পুলিশের সহায়তায় ব্যাগের মালিককে খুঁজছেন। এ খবর দিয়েছে অনলাইন মেইল ও বার্তা সংস্থা এপি। গত বুধবার সকালে স্যান জোসের রেস্টুরেন্টে ব্যাগটি পান নারী কর্মচারী সাহিস্তা। বিকাল প্রায় ৩টার দিকেও সেটি কেউ দাবি করতে না আসায়, তিনি রেস্টুরেন্টের মালিককে খবর দেন। পরিচয়পত্র বা ফোন নম্বর খোঁজার জন্য আলতাফ ব্যাগটি খোলেন এবং বিপুল পরিমাণ ১০০ ডলারের নোট দেখতে পান। রসিকতা করে আলতাফ বলছিলেন, বাহ! আজ আমার জন্মদিন আর এটা আমার জন্মদিনের উপহার। এরপরই তারা পুলিশকে খবর দেন। পুলিশ কর্মকর্তারা রেস্টুরেন্টে গিয়ে ব্যাগটি খুলে ১ লাখ ডলার ছাড়াও কিছু চকোলেট, অল্প পরিমাণ গাঁজা ও একটি ব্যাংকে টাকা জমা দেয়ার সিøপ পান। এখন পর্যন্ত ব্যাগটি দাবি করতে কেউ আসেননি। ব্যাংকের সাহায্য নিয়ে ব্যাগটির মালিককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
No comments