চট্টগ্রামে পাশের হার- জেএসসিতে ৭৮.৩৫, পিএসসিতে ৯৬.৪৬ by মো.মহিউদ্দিন ও মাহবুব আলম
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার ৭৮ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। অন্যদিকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) ৯৬ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে
বলে বাংলানিউজকে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা।জেএসসিতে চট্টগ্রামে পাশের দিক থেকে শীর্ষ পাঁচ স্কুলের মধ্যে আছে, ডা.খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী কলেজেয়েট স্কুল, ফৌজদারহাট ক্যাডেট স্কুল এন্ড কলেজ, সরকারী মুসলিম হাই স্কুল এবং সিলভার বেইলস স্কুল এন্ড কলেজ।
পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ৮১ দশমিক ৪১ শতাংশ ছাত্র এবং ৭৫ দশমিক ৯১ শতাংশ ছাত্রী।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড.পীযূষ দত্ত বাংলানিউজকে এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা বাংলানিউজকে জানান, এ বছর জেলার ২০ টি থানার বিভিন্ন স্কুলের ১ লাখ ২৮ হাজার ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ লাখ ২৩ হাজার ৫৩৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৫০৬ জন শিক্ষার্থী।
তিনি বলেন, ‘সারা বছর পরিশ্রম করে কোমলমতি বাচ্চারা আনন্দের সঙ্গে জীবনের প্রথম পাবলিক পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করেছে। এতে নিজেদের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে যা তাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।’
এদিকে ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, মফস্বলের স্কুলগুলো থেকে নগরীর বিভিন্ন বিদ্যালয় এগিয়ে রয়েছে।
প্রতিবেদকঃ মো.মহিউদ্দিন ও মাহবুব আলম
No comments