সালমানের স্ত্রী ক্যাটরিনাই!
কয়েক বছর আগে যখন চুটিয়ে প্রেম করছিলেন দু’জনে, তখন অনেকেই আশা করেছিলেন এবার হয়তো ক্যাটরিনাকেই বিষয়ে করবেন সালমান। তার নতুন প্রেমিকাটিকে মনেও ধরেছিল ভক্তদের। ছাড়াছাড়ি হয়ে গেলেও এখনও তারা বেস্ট ফ্রেন্ডস।
পর্দায়ও দুদজনে একসঙ্গে এলেই বক্সঅফিস ১০০ কোটির ব্যবসা নিয়ে নিশ্চিন্ত।তবে সালমান-ক্যাটরিনা নিজেদের নিয়ে যাই ভাবুন না কেন ভক্তরা কিন্তু এখনও হাল ছাড়েনি। এখনও সলমনের পাশে হাসিমুখ, লাজুক স্ত্রীর ভূমিকায় ক্যাটকেই দেখতে চান তারা।
অন্তত শাদি ডট কমের সমীক্ষা তাই বলছে।
সম্প্রতি সালমানের বিষয়ে সংক্রান্ত বিষয় নিয়ে একটি সমীক্ষা করেছিল শাদি ডট কম।
সালমানের ভাবী স্ত্রী হিসেবে ক্যাটরিনা পেয়েছেন মোট ২১০০০ ভোট যা ভোটব্যাঙ্কের ৬৯.৮৪ শতাংশ।
তবে ৬২ শতাংশ মহিলা চান চিরকুমার থাকুন সালমান।
আর ৬০.৩৭ শতাংশের বক্তব্য, ঢের হয়েছে। এবারে বিয়ের আসরে যাওয়াই উচিত সালমানের।
ক্যাটরিনাই প্রথম পছন্দ হলেও দক্ষিণীরা আবার সোনাক্ষিকেও দেখতে চান সালমানের স্ত্রী হিসেবে।
উত্তর ভারতীয়দের আবার অসিনকেই মনে হয় সালমানের সুযোগ্য পাত্রী।
দেখা যাক সাল্লু মিঞার কাকে মনে ধরে।
No comments