প্রযুক্তিপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান স্যামসাংয়ের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ আয়োজন।
গত সোমবার ‘স্যামসাং পার্টনারস নাইট’ শীর্ষক এ আয়োজনে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিকস লিমিটেড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং কান্ট্রি ম্যানেজার সি এস মুন। তিনি বলেন, ‘বাংলাদেশে স্যামসাংয়ের প্রযুক্তিপণ্য ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ হচ্ছে শুরু থেকেই। স্যামসাংয়ের প্রযুক্তিপণ্য বিশেষভাবে ডিজাইন করা হয়। ফলে সব ধরনের ব্যবহারকারীর কাছেই আমাদের পণ্য সহজবোধ্য।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপক মোহাম্মদ বিন কাইয়ুম, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠানে স্যামসাংয়ের অত্যাধুনিক ডিজিটাল ক্যামেরা, ল্যাপটপ, মনিটর, প্রিন্টারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হয়। —বিজ্ঞপ্তি
No comments