ঢাকায় স্টার্টআপ উইকেন্ড-প্রযুক্তি উদ্যোক্তাদের নিয়ে আয়োজন
আগামী ১০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে ‘স্টার্টআপ উইকেন্ড’ শীর্ষক এক আয়োজন। তিন দিনের এ আয়োজন চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।
এ সময় আগ্রহী ব্যক্তিরা একসঙ্গে বিভিন্ন কর্মশালায় অংশ নেবেন, নিজেদের আইডিয়া শেয়ার করবেন, দলের জন্য পণ্য তৈরি করবেন এবং নিজের উদ্যোগ শুরু করবেন। তিন দিনের ৫৪ ঘণ্টার আয়োজনটি ঢাকার ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বসুন্ধরা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এ আয়োজনে নিজেদের আইডিয়া শেয়ারের পর দলের সদস্যদের ভোটে সেরা আইডিয়া নিয়ে শুরু হবে কাজ। এ আইডিয়ার মাধ্যমে বিজনেস মডেল তৈরি, কোডিং করা, ডিজাইন এবং বাজারে এর গ্রহণযোগ্যতা কেমন, সে বিষয়ে চলবে আলোচনা ও কাজ। সবশেষে বিচারকদের সামনে প্রকল্প উপস্থাপন করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত স্টার্টআপ উইকেন্ডের অন্যতম উদ্দেশ্য, সফলভাবে উদ্যোগ চালু করা। ২০১১ সালে বিশ্বজুড়ে ১৫০টি স্থানে অনুষ্ঠিত হয়েছে এ আয়োজন। এ আয়োজনের ঢাকা পর্বের আয়োজক ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা সাবহানাজ রশীদ প্রথম আলোকে বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতে বর্তমানে বাংলাদেশে আউটসোর্সিংসহ নানা ধরনের কাজ হচ্ছে। এ ছাড়া বাংলাদেশের তরুণেরা বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি করছেন। আন্তর্জাতিক পর্যায়ের এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা বাংলাদেশের এ সাফল্যগুলো তুলে ধরতে এমন আয়োজন।’ এ আয়োজনে গ্লোবাল সহযোগী হিসেবে রয়েছে গুগল ও মাইক্রোসফট বিজস্পার্ক, স্থানীয় সহযোগী হিসেবে রয়েছে আইইউবি, দি ডেইলি স্টার, ওয়ান স্টপ কমার্স, গ্রিন অ্যান্ড রেড টেকনোলজিস, পেইজা বাংলাদেশ এবং নিউজক্রেড। এ আয়োজনে অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন করতে হবে। শিক্ষার্থী, প্রোগ্রামার, ডিজাইনারসহ আগ্রহী ব্যক্তিরা এ আয়োজনে অংশ নিতে পারবেন। নিবন্ধন করা যাবে http://goo.gl/KeW8F ঠিকানায়। বিস্তারিত নানা তথ্য জানা যাবে http:// dhaka.startupweekend.org ঠিকানায়। —নুরুন্নবী চৌধুরী
No comments