সম্মুখ সমরে সোনাক্ষী-আনুশকা

বহুদিন ধরেই মুখ দেখাদেখি বন্ধ দুই কন্যার। ইন্ডাস্ট্রিতে এখনও পাঁচ বছরও না কাটলেও ইতিমধ্যেই নিজেদের জোরালো ফ্যান ক্লাবও তৈরি করে ফেলেছেন দু’জনেই। তবে এবার বোধহয় সত্যিই পর্দায় এসপার-ওসপার করে নেয়ার পালা দু’জনের।

সোনাক্ষী সিনহা আর আনুশকা শর্মা। রণবীর সিংয়ের বাহুলগ্না হওয়ার কারণে পূর্বে শিরোনামে এসেছেন দু’জনেই। সেই কারণেই দু’জনের বাক্যালাপ বন্ধ দীর্ঘদিন। তবে এই দীপাবলিতে একেবারে সম্মুখ সমরে নামতে চলেছেন তারা। ওইদিনই একসঙ্গে মুক্তি পাচ্ছে সোনাক্ষীর ‘জব তক হ্যায় জান’ আর আনুশকার ‘সন অফ সর্দার’। ‘জব তক হ্যায় জান’-এ শাহরুখের বিপরীতে রয়েছেন আনুশকা। আর ‘সন অফ সর্দার’ ছবিতে সোনাক্ষীর হিরো অজয় দেবগন।
ব্যক্তিগত জীবনের যুদ্ধে সুবিধা করতে পারেননি দু’জনের কেউই। তবে বক্স অফিসে কার ভাগ্যে শিকে ছিঁড়ে সেটা জানতে গেলে অপেক্ষা করতে হবে ১৩ই নভেম্বর পর্যন্ত।

1 comment:

  1. Dear all, Welcome to Online bangla media. OBM is a platform where you can find web links for Bangladeshi Media, useful links for Education, Scholarship, Jobs, Entertainment, Sports and almost everything. Please visit: www.onlinebanglamedia.com 
    Please do like our Face book page, link is below:) www.facebook.com/OnlineBanglaMedia 
    Thanks

    ReplyDelete

Powered by Blogger.