না.গঞ্জে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা, সমন জারি by দিলীপ কুমার

প্রকাশিত একটি সংবাদে আইনজীবীদের সম্মানহানি করা হয়েছে_এমন অভিযোগে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও পত্রিকাটির এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি। সিআর মামলা নম্বর-৮৪৩। গতকাল বুধবার সকাল ১১টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ক অঞ্চল গোলাম কবীরের আদালতে জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি ফর সোস্যাল সার্ভিস অ্যান্ড এন্টারটেইনমেন্ট মুহাম্মদ মোহসীন মিয়া বাদী হয়ে এ


মামলা দায়ের করেন। মামলার অন্য অভিযুক্ত আসামি হলেন সাংবাদিক মো. মিজানুর রহমান খান। ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় মামলাটি দায়ের করার সময় আদালত প্রাঙ্গণে তিন শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। মামলাটি সরাসরি আমলে নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিবাদীদ্বয়কে আগামী ১-১-২০১২ তারিখের মধ্যে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন বলে আদালত সূত্র জানায়।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, "ববাদী মতিউর রহমানের সম্পাদনায় দৈনিক প্রথম আলো প্রকাশিত হয়। গত ১০ ডিসেম্বর প্রথম আলো পত্রিকার ১২ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত ২ নম্বর বিবাদী মিজানুর রহমান খান কর্তৃক লিখিত সরল গরল 'অভিষেকে প্রধান বিচারপতি' নামক একটি নিবন্ধে যা প্রকাশিত হয়েছে, তাতে আইনজীবীদের সুনামহানি ঘটিয়েছে। অসত্য প্রতিবেদনের মাধ্যমে বিবাদীগণ ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কমিটি ও কমিটির সব কার্যকরী সদস্য, সাধারণ সম্পাদক ও সম্পাদকমণ্ডলীর সদস্য, প্রেসিডেন্ট ও প্রেসিডিয়াম সদস্য, আইনজীবীদেরসহ সমগ্র বাংলাদেশের সকল আইনজীবী সমাজের মানমর্যাদা ও সম্মানহানি ঘটিয়ে উলি্লখিত প্রতিবেদন প্রচার ও প্রকাশ করে। এ ছাড়া বাংলাদেশের সচেতন সকল মানুষের কাছে হেয়প্রতিপন্ন করে বিবাদীগণ ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটন করেছেন। মামলায় যাবতীয় অবস্থাধীনে ও কারণাধীনে বাদীপক্ষ আদালতের নিকট বিবাদীগণের বিরুদ্ধে দরখাস্তে বর্ণিত অপরাধ আমলে নিয়ে বিবাদীগণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়ে পুলিশ কর্তৃক ধৃত করে আনিয়ে হাজতাবদ্ধক্রমে বাদীপক্ষের সাক্ষ্য-প্রমাণ গ্রহণান্তে মোকদ্দমা প্রমাণের সুযোগ দিয়ে ন্যায় ও সুবিচারের জন্য আবেদন করা হয়।"
আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১১টার দিকে তিন শতাধিক আইনজীবীকে সঙ্গে নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ক অঞ্চল আদালতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ সাংবাদিক মিজানুর রহমান খানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি ফর সোস্যাল সার্ভিস অ্যান্ড এন্টারটেইনমেন্ট মুহাম্মদ মোহসীন মিয়া। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি সরাসরি আমলে নিয়ে বিবাদীগণকে সশরীরে আগামী ১-১-২০১২ তারিখের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। মামলায় সাক্ষী করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬ জনকে।
মামলা দায়েরকালে আদালতে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির প্রেসিডেন্ট অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মো. জহিরুল হক, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম এ রশীদ ভুঁইয়া, অ্যাডভোকেট নুরুল হুদা, অ্যাডভোকেট মাসুদ উর রউফ, অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট খোকন সাহা, অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট নাসিমা আক্তারসহ তিন শতাধিক আইনজীবী।
এ ব্যাপারে মামলার বাদী মুহাম্মদ মোহসীন মিয়া কালের কণ্ঠকে বলেন, 'প্রথম আলো গত ১০ ডিসেম্বর যে রিপোর্টটি প্রকাশ করেছে, তা দেশের আইনজীবী সমাজের জন্য মানহানিকর। রিপোর্টটিতে বলা হয়েছে, শুধু নারায়ণগঞ্জ নয়, দেশের আরো অনেক শহরের আইনজীবী সমিতির নেতৃত্ব পেশাজীবী ছদ্মবেশে ক্যাডাররা ছিনতাই করে নিয়ে গেছে, যা শুধু আপত্তিকরই নয়, ঔদ্ধত্যপূর্ণও বটে। এসব কারণেই জেলা আইনজীবী সমিতির সভার সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ও পেশাজনিত বিবেকের তাড়নায় মামলা করলাম।'
কয়েকজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'প্রথম আলোর রিপোর্টটিতে মাননীয় প্রধান বিচারপতি কোন অনুষ্ঠানে যাবেন, কোনটিতে যাবেন না_সে ব্যাপারে পরামর্শ দেওয়ার মতো ধৃষ্টতা দেখানো হয়েছে, যা আদালত অবমাননার শামিল। এ ছাড়া দেশের আইনজীবীদের ক্যাডার হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অত্যন্ত আপত্তিকর।' তাঁরা আরো বলেন, 'প্রথম আলো হলুদ সাংবাদিকতার নামে যা ইচ্ছে তা লিখবে, আর আমরা মেনে নেব_তা হতে পারে না।'
উল্লেখ্য, প্রধান বিচারপতি ও আইনজীবীদের নিয়ে গত ১০ ডিসেম্বর প্রকাশিত প্রথম আলোর ১২ পৃষ্ঠায় মিজানুর রহমান খানের একটি নিবন্ধে প্রধান বিচারপতিসহ আইনজীবীদের সম্মানহানি করা হয়েছে_এমন অভিযোগ এনে প্রথম আলোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী
সমিতি। গত মঙ্গলবার দুপুরে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মো. জহিরুল হকের সভাপতিত্বে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নির্বাহী কমিটির ১৭ জনের মধ্যে ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে প্রথম আলোর বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্তও গৃহীত হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় গতকাল প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও লেখক মিজানুর রহমান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে সভায় সভাপতিত্বকারী জেলা আইনজীবী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মো. জহিরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বৈঠকে গৃহীত সিদ্ধান্তের কথা স্বীকার করে কালের কণ্ঠকে বলেন, 'প্রথম আলো যা করেছে তা আমাদের জন্য মানহানিকর। তাই আমরা ওই পত্রিকার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।'
অপরদিকে আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট খোকন সাহা বৈঠকের সিদ্ধান্ত ও মামলা দায়েরের সত্যতা স্বীকার করেন।

No comments

Powered by Blogger.