ভোলায় নতুন গ্যাসের সন্ধান by আল-আমিন শাহরিয়ার
ভোলার দুটি ইউনিয়নে নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে। ভোলা সদর উপজেলার উত্তর ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দুটি স্থান দিয়ে গ্যাস উদ্গীরিত হচ্ছে। এতে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উৎসাহ দেখা দিয়েছে। গ্যাসের উদ্গিরণ দেখতে ভিড় করছে হাজারো মানুষ। এলাকাবাসী জানায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি দল গত ১২ ডিসেম্বর উত্তর দিঘলদী ইউনিয়নের রাঢ়ীরহাটের পাশে ধানক্ষেতে একটি মাদ্রাসার ভবন নির্মাণের জন্য
মাটিতে গর্ত করে। ওই সময় ৬০ ফুটের মতো নিচ থেকে গ্যাসসহ পানির চাপে পাইপ ওপরে উঠে আসে। প্রকৌশলীরা ওই গর্ত দিয়ে ওঠা গ্যাসে আগুন জ্বালিয়ে দিলে তা অনবরত জ্বলতে থাকে। পরে প্রকৌশলীদল ওই এলাকার মাটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠায় এবং বালু দিয়ে গর্তটি ভরাট করে দেয়। এর পরও মাটির ফাঁক দিয়ে গ্যাস বের হতে থাকে। দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ারহাট গ্রামে আরো একটি গ্যাসক্ষেত্রের সন্ধান মেলে। এই গ্রামের একটি বাড়িতে নলকূপ বসাতে গেলে একই অবস্থার সৃষ্টি হয়। এদিকে অনবরত গ্যাসের উদ্গীরণ দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাজারো মানুষ প্রতিদিন সেখানে ভিড় জমাচ্ছে। এলাকাবাসীর মতে, শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে ১০-১২ কিলোমিটার দূরত্বের ওই এলাকায় যে গ্যাসের অস্তিত্ব মিলেছে, তা সঠিকভাবে অনুসন্ধান করা প্রয়োজন।
No comments