প্রীতি ম্যাচে ব্রাজিলের জয়
প্রত্যাশিত জয় দিয়েই আফ্রিকা সফর শুরু করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা ২-০ গোলে জয় তুলে নিয়েছে সাবসাহারান দেশ গ্যাবনকে হারিয়ে। বৃষ্টির কারণে মাঠ পিচ্ছিল থাকলেও পুরো ম্যাচে ব্রাজিলিয়ানরা নিজেদের আধিপত্য বিস্তার করে এ জয় তুলে নেয়। দলের হয়ে একটি করে গোল করেন মিডফিল্ডার সান্দ্রো ও হার্নানেস। গ্যাবনের লিভরিভিল্লিতে ২০১২ সালের আফ্রিকান ন্যাশনস কাপের জন্য নবনির্মিত স্টেডিয়াম ডি’আনগোনডিজির উদ্বোধন উপলক্ষে এ প্রীতি ম্যাচ আয়োজন করা হয়।
ফ্লাডলাইট সমস্যার কারণে নির্ধারিত সময়ের ২০ মিনিট পর বল মাঠে গড়ায়। বৈদ্যুতিক সমস্যার জন্য ফ্লাডলাইটে আলো স্বল্পতা দেখা দেয়ায় খেলতে রাজি হয়নি কোনো দল। পরে আয়োজকরা দ্রুত আলো স্বল্পতা সমস্যা দূর করলে ময়দানি লড়াইয়ে গ্যাবনের বিপক্ষে মাঠে নামে মানো মেনেজেসের শিষ্যরা। শুরু থেকেই স্বাগতিকদের ওপর আধিপত্য বিস্তার করে ব্রাজিল। তবে বৃষ্টির কারণে মাঠ ছিল কিছুটা পিচ্ছিল। তারপরও মেনেজেস শিষ্যদের ছন্দময় ফুটবলে চিড় ধরাতে পারেনি গ্যাবনের ফুটবলাররা। শুরু থেকেই প্রতিপক্ষের সীমানায় আক্রমণ শানাতে থাকে ব্রাজিল। একের পর এক আক্রমণে তারা কোণঠাসা করে ফেলে প্রতিপক্ষকে। বল মাঠে গড়ানোর মাত্র ১১ মিনিটের মধ্যে তিন তিনবার গোলের সুযোগ রচনা করেছিল সান্দ্রো-হার্নানেসরা। কিন্তু গোলের দেখা মেলেনি। তবে ১২ মিনিটের মধ্যেই প্রত্যাশিত গোল পায় ব্রাজিল। গোল করেন মিডফিল্ডার সান্দ্রো রানিয়েরি (১-০)। ব্রুনো চিজারের ক্রস থেকে বল পেয়ে প্রতিপক্ষের জাল ভেদ করেন এ মিডফিল্ডার। এগিয়ে যাওয়া ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সমতা ফেরানোর ভালো একটি সুযোগও পেয়েছিল গ্যাবন। কিন্তু না। গোল করতে পারেনি তারা। ৩২ মিনিটে ফ্রি-কিক থেকে লেভি মাদিন্দার নেয়া শট ক্রসবারে লেগে ফিরে এলে কপাল পোড়ে গ্যাবনের। এর তিন মিনিট পরই স্বাগতিকদের আবারও পেছনে ফেলে ব্রাজিল। জোনসের পাওয়া বলে হেডে গোল করেন মিডফিল্ডার এন্ডারসন হার্নানেস (২-০)। প্রথমার্ধ শেষ হওয়ার কিছু সময় আগে ম্যাচে দ্বিতীয়বার সুযোগ পায় গ্যাবন। কিন্তু এবার তাদেরকে আশাহত করেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলভেস। আউবামিইয়াংয়ের নেয়া শট প্রতিহত করে দলকে রক্ষা করেন তিনি। প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে মেনেজেসের শিষ্যরা। তবে দ্বিতীয়ার্ধে আধিপত্য ধরে রেখে খেললেও আর কোনো গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানেই মাঠ ছাড়ে ব্রাজিল। ১৪ নভেম্বর কাতারে মিসরের বিপক্ষে আরও একটি প্রীতিম্যাচ খেলবে কালো মানিকের অনুজরা।
No comments