বাঘাইছড়িতে পৌর মেয়রের গাড়িবহরে হামলা

রাঙামাটির বাঘাইছড়িতে রাঙামাটি পৌরসভার বিএনপিদলীয় মেয়রের গাড়িবহরে হামলা চালিয়েছে দলের বিক্ষুব্ধ কর্মীরা। হামলায় মেয়রসহ বিএনপির পাঁচজন নেতা রক্ষা পেলেও গাড়ির সামনে ও পেছনের কাচ সম্পূর্ণ ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। গতকাল শুক্রবার সকালে বাঘাইছড়ির বেইলি ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, রাঙামাটি জেলা বিএনপিতে সদ্য যোগদানকারী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল মনিষ দেওয়ান দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে পরিচয় ও কুশল বিনিময়ের জন্য গত বৃহস্পতিবার বাঘাইছড়ি আসেন।


এ সময় রাঙামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, কেন্দ্রীয় যুবদলের পাহাড়ি বিষয়ক সম্পাদক দীপু চাকমা ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস তাঁর সফরসঙ্গী হয়ে আসেন। গতকাল সকাল ১০টার দিকে কুশল বিনিময়কালে স্থানীয় শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের একটি বৃহৎ অংশের সঙ্গে দেখা না করায় তাঁদের ওপর দলীয় নেতা-কর্মীরা হামলা চালায়। ক্ষুব্ধ নেতা-কর্মীরা বাঘাইছড়ি বেইলি ব্রিজ এলাকায় তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ও লাঠিসোঁটা নিয়ে গাড়ি ভাঙচুর করে। হামলায় বিএনপির পাঁচ নেতা রক্ষা পেলেও গাড়ির সামনে ও পেছনের কাচ সম্পূর্ণ ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ নেতা-কর্মীদের ধাওয়া করে তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। পরে পুলিশের সহযোগিতায় তাঁরা বাঘাইছড়ি ত্যাগ করেন।
বাঘাইছড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন বাহারী বলেন, 'দলের একটি বৃহৎ অংশের সঙ্গে মনিষ দেওয়ান কুশল বিনিময় না করায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা তাঁদের গাড়িবহরে হামলা করেছে বলে জেনেছি। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।'
রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম ভুট্টো হামলার ঘটনা অস্বীকার করে বলেন, 'আমরা কোনো হামলার শিকার হইনি। সেখানে বিএনপির দুই গ্রুপের মধ্যে কিছুটা ধস্তাধস্তি হয়েছে বলে শুনেছি।'

No comments

Powered by Blogger.