আফ্রিদির দারুণ প্রত্যাবর্তন-পাকিস্তানের ৮ উইকেটের জয়
মান-অভিমান ঝেড়ে ফেলে মাঠে ফিরেই নায়ক সাবেক পাকিস্তানি অধিনায়ক শহিদ আফ্রিদি। যেন বিশ্বকাপের ফর্ম ফিরিয়ে আনলেন দুবাইয়ে। শ্রীলংকার বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর ম্যাচে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। দুবাইয়ের স্লো উইকেটে পাকিস্তানি স্পিনাররা আউট করেছেন সাত লংকান ব্যাটসম্যানকে। ফলে প্রথম একদিনের ম্যাচে ৪০.৩ ওভারে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় শ্রীলংকার ইনিংস। জবাবে ইমরান ফারহাত ও ইউনিস খানের হাফ সেঞ্চুরিতে ২১.৫ ওভারে ২ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান।
লংকান অধিনায়ক তিলকারত্নে দিলশান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন; কিন্তু পাকিস্তানের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি লংকান ব্যাটসম্যানরা। স্কোর বোর্ডে ৭৭ রান উঠতে না উঠতেই ৪ উইকেট হারায় তারা। দুবাই স্টেডিয়ামে ততক্ষণে শুরু হয়েছে আফ্রিদির স্পিন ভেল্কি। বল হাতে নিয়ে প্রথম ওভারেই উইকেট পান পাকিস্তানের সাবেক অধিনায়ক। চতুর্থ বলে ছক্কা মারার পরের বলেই চান্দিমালকে লেগ বিফোরের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠান আফ্রিদি। লংকার পক্ষে চান্দিমাল ও পারানাভিতানা তৃতীয় উইকেট জুটিতে ৩০ রান যোগ করেন। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাকিস্তানি স্পিনাররা। নিয়মিত বিরতিতে প্যাভিলিয়নে ফিরতে থাকে প্রতিপক্ষ। ফলে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় শ্রীলংকা। পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট দখল করেন সাঈদ আজমল ও মোহাম্মদ হাফিজ। একটি করে উইকেট পেয়েছেন আবদুল রাজ্জাক ও চিমা। শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন চান্দিমাল। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ ১-০-তে পরাজিত হয়েছিল শ্রীলংকা। ওয়ানডে সিরিজেও ব্যাটিংটা ভালো হয়নি তাদের। তাছাড়া সর্বশেষ ওয়ানডে সিরিজেও পরাজিত হয় তিলকারত্নে দিলশানের দল। ঘরের মাঠে সে সিরিজে লংকার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।
No comments